• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

এপেক্স ক্লাব অব কুমিল্লাঃ নতুন কমিটি গঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০১৯ সালের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছ। কমিটিতে সাংবাদিক এপেক্স শাহাজাদা এমরানকে প্রেসিডেন্ট ও এডভোকেট এপেক্স মোহাম্মদ আলী টিপুকে সেক্রেটারি করা হয়েছে।

সোমবার রাতে এপেক্স ক্লাব অব কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স ফারিয়া তাসকিন অর্চি, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স শাহরিয়ার জামান, আইপিপি এপেক্স ইঞ্জিনিয়ার শরিফ উদ্দিন, ট্রেজারার এপেক্স মোস্তাফিজুর রহমান, সার্ভিস ডিরেক্টর এপেক্স অ্যাডভোকেট মাহবুবুল হক, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর অ্যাডভোকেট এপেক্স এনামুল হক মাসুম,পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্স মাহফুজুর রহমান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্স ডা. মাহমুদুল হাসান মনির ও সার্জেন্ট এট আর্মস এপেক্স জসিম উদ্দিন।

এপেক্স ক্লাব অব কুমিল্লার ২০১৯ সালের নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, আহবায়ক এপেক্স সালাউদ্দিন মাহমুদ, সদস্য এপেক্স হাবিবুর রহমান চৌধুরী, এপেক্স মাহমুদুল হাসান পাশা। কমিটি ঘোষনা করেন, পিডিজি ৩ এপেক্স ডা. মজিবুর রহমান।

এর আগে এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি(২০১৮) এপেক্স ইঞ্জিনিয়ার শরিফ উদ্দিনের সভাপতিত্বে এপেক্স ক্লাব অব কুমিল্লার বার্ষিক সাধারণ সভা হয়।

এপেক্স অ্যাডভোকেট সালাউদ্দিন মাহমুদের বাসভবনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি এপেক্স অ্যাডভোকেট সালাউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান, এনএডি এপেক্সএনামুল হক মিলন, এপেক্স বাংলাদেশের জেলা ৮ এর গর্ভনর এপেক্স মোনাব্বের হোসেন সেলিম, সাবেক জাতীয় সেবা পরিচালক ডা. নিলুফা পারভীন, ন্যাশনাল অফিসিয়াল এপেক্স আবু সাইয়িদ, আজীবন সদস্য এপেক্স শেখ জহির উদ্দিন দোলন, ইঞ্জিনিয়ার এপেক্স কামাল উদ্দিন আহমেদ, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপেক্স ডা. মজিবুর রহমান, এপেক্স নাজমুস সাদাত, এপেক্স অ্যাডভোকেট তারেক আবদুল্লা, এপেক্স হাবিবুর রহমান চৌধুরী, এপেক্স মাহমুদুল হাসান পাশা, এপেক্স অলিউল্লাহ রিপন, এপেক্স অ্যাডভোকেট খোরশেদ আলম, এপেক্স মিজানুর রহমান, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি ফেরদুস আলম দুলাল, এপেক্স ক্লাব অব অপরাজিতার সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা মুক্তি, এপেক্স ক্লাব অব মেট্রোপলিটন এর চার্টার প্রেসিডেন্ট এপেক্স কামরুজ্জাম ফারুক, মেঘনা ক্লাবের সাবেক সভাপতি এপেক্স শাহিনসহ এপেক্স ক্লাব অব কুমিল্লাসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের ক্লাব বোর্ডের ১১ জন সদস্য তাদের রিপোর্ট উপস্থাপন করেন এবং রিপোর্টের উপর উপস্থিত এপেক্সিয়ারগণ আলোচনা করেন। সব শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

প্রতিক্রিয়া ব্যক্ত করেন এপেক্স ক্লাব অব কুমিল্লার নব নির্বাচিত সভাপতি শাহাজাদা এমরান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু।