• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

`এবার থেকে হাবিপ্রবিতে ভর্তি ইচ্ছুক প্রতিবন্ধীদের জন্য কোটা`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কাশেম বলেছেন,  এবার থেকে হাবিপ্রবিতে ভর্তি ইচ্ছুক প্রতিবন্ধীদের জন্য কোটা নির্ধারণ করা হবে। বাংলাদেশের মধ্যে পুরুষের চেয়ে নারীরা অনেক বেশী কাজ করে। কিন্তু তাদের মূল্যায়ন হয় না। উল্ট তারাই বিভিন্নভাবে নির্যাতিত হন। আমরা মনে করি স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা থাকলে অনেকাংশে পারিবারিক নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। নারীর প্রতি সহিংতা প্রতিরোধ করতে আমাদের মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে দৃষ্টিভঙ্গীর পরিবর্তন খুবই প্রয়োজন। আসুন সবাই মিলে নারী নির্যাতন মুক্ত সোনার বাংলাদেশ গড়ি। 

১৪ নভেম্বর বৃহস্পতিবার হাবিপ্রবি দিনাজপুর ও সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “ মর্যাদায় গড়ি সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” শীর্ষক সেমিনারে তিনি পধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

হাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিডি’র নির্বাহী পরিচালক এ.এইচ.এম নোমান খান, প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রফেসর ড. মোঃ ফজলুল হক। কীনোট পেপার উপস্থাপনা করেন মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রতিনিধি নাজরানা ইয়াসমিন হীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. ফাহিমা খানম, নাজমুল বারী। কিবোর্ডের উপর মুক্ত আলোচনা করেন ড. মারুফা বেগম, প্রফেসর সাজ্জাদ হোসেন সরকার, সাংবাদিক আব্দুল মামুন, ইউপি সদস্যা কুলসুম বানু, আক্কাশ আলী প্রমুখ।