• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

এবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘হাসিনা-এ ডটার’স টেল’

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’। গেল শুক্রবার ঢাকার তিনটি ও চট্টগ্রামের একটি পেক্ষাগৃহে মুক্তি পায় প্রামাণ্যচিত্রটি। মুক্তির পর থেকেই জীবনের সঙ্গে যুদ্ধ করা এক নারীর প্রশংসায় পঞ্চমুখ সবাই।

ছবিটি মুক্তির পর মানুষের আগ্রহ ও ছবিটি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙিতে উৎসাহিত হয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)। তাই এবার ছবিটিকে সারাদেশে তারা ছড়িয়ে দিতে চাইছেন। ফলে এটি আসছে সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে প্রায় অর্ধশতাধিক হলে। আর ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকছে দেশের জনপ্রিয় প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বিষয়টি নিশ্চিত করে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, আসছে ২৩ নভেম্বর ৫০টিরও বেশি হলে মুক্তি পাবে ‘হাসিনা-এ ডটার’স টেল’। সারাদেশের ভালো পরিবেশ আছে এমন হলগুলোতে ছবিটি মুক্তি দেয়া হবে। শিগগিরই হলের তালিকা প্রকাশ করা হবে জাজের ফেসবুক ফ্যান পেজে।

পিপুল খান পরিচালিত এই ছবিটি আন্তর্জাতিকভাবে সারাবিশ্বে মুক্তি দেয়া হবে বলেও জানিয়েছে এর প্রযোজনা সংস্থা।