• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

এমপি সাদ এরশাদের রংপুরের বিভিন্ন স্থান পরিদর্শন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

পিতা সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশদের শুন্য আসন উপ-নির্বাচনে জিতার পর তার নির্বাচনী এলাকায় এই প্রথমবার গত বৃহস্পতিবার রংপুর সফরে আসেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ (সদর) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।

রাহগির আল মাহি সাদ এরশাদ ও তার সহধর্মিনী মাহিমা এরশাদ বেলা ১১টায় রংপুরের তাজহাট মেট্রোপলিটন থানার আওতাধীন ২৮নং ওয়ার্ডের এরশাদ নগর, চিনিয়াপাড়ায় অবস্থিত মসজিদ, মন্দির, স্কুল, এরশাদ নগরের বস্তি সহ আশরতপুর চকবাজারে মরহুম হুসেইন মাহাম্মদ এরশাদ সাহেবের উদ্বোধণ কৃত জামে মসজিদ পরিদর্শন করেন।

এ সময় সাদ এরশাদ সেখানে উপস্থিত এলাকাবাসীর কথা শুনেন এবং তাদের সমস্যাবলী লিপিবদ্ধ করেন ও সমাধানের আশ্বাস দেন। মিসেস মাহিমা এরশাদ মহিলাদের কথা শুনেন ও তাদের সাথে পুরা এলাকা ঘুরেন। সাদ এরশাদ ও তার সহধর্মিনী এরশাদ নগর পৌছালে সেখান উপস্থিত এলাকাবাসী ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য শাফিউল ইসলাম শাফি, ২৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হযরত মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ মইন উদ্দিন আহমেদ টিটু, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, আশরতপুর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মধু, যুগ্ন-সম্পাদক দাবিরুল ইসলাম, এরশাদ নগর পূজা উদযাপন কমিটির সভা নেত্রি সুমিত্রা রাণীসহ এলাকাবাসী।