• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা থেকে বাঁচতে বাস-ট্রেনে যেভাবে চড়বেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

করোনাভাইরাস ছোঁয়াচে। যা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে কফ, লালা, থুতু এবং হাঁচি-কাশির মাধ্যমেই বেশি ছড়ায় করোনাভাইরাস। তাইতো বাইরে চলাচলের ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে।

প্রয়োজনের খাতিরেই সবাইকে বাইরে যেতে হয়। তাছাড়া অফিসে বা কাজের তাগিদেই আমাদের গণপরিবহন ব্যবহার করতে হয়। আর এখান থেকেই ছড়াতে পারে প্রাণঘাতি করোনাভাইরাস। তবে গণপরিবহনে চড়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করলেই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেয়া যাক গণপরিবহনে চড়ার ক্ষেত্রে আমাদের করণীয়-

> চেষ্টা করুন বাসের পোল বা হ্যান্ডেল স্পর্শ না করেই বাসে উঠতে।

> হাতে গ্লাভস বা দস্তানা পরে নিন।

> বাসে ওঠার আগে বা পরে হাতে জীবাণু নাশক জেল লাগিয়ে নিন।

> বাসের কোনো জায়গা স্পর্শ করার আগে জীবাণু নাশক স্প্রে দিয়ে পরিষ্কার করে নিন।

> বাসে হাঁচি বা কাশি দিলে রুমাল, টিস্যু ইত্যাদি ব্যবহার করুন। অথবা নিজের হাতের কনুইতে মুখ গুজে রাখুন।

> বাসের বা ট্রেনের কোথাও ধরার আগে হাত টিস্যু বা অন্যকিছু দিয়ে ঢেকে নিন।

> বাসে ওঠার আগে বা পরে হাত সাবান দিয়ে ভালো মতো পরিষ্কার করুন।

> সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলুন।

> যে বাসে যাত্রী কম থাকে সেটাতে ভ্রমণ করুন।

> বাসে চড়ার পর হাত না ধোয়া পর্যন্ত মুখে স্পর্শ করবেন না।