• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

করোনা: নীলফামারীতে কর্মহীনদের মাঝে ব্র্যাকের অর্থ বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

নীলফামারীতে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাড়িতে থাকা কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে মাঝে নগত অর্থ বিতরণ করেছে ব্রাক। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুবাছরি গ্রামে ব্রাকের পক্ষে ২১৫ জনের মাঝে এক হাজার ৫০০ করে মোট ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিনা আকতার। 

এসময় টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির, ব্র্যাকের জোনাল ম্যানেজার আব্দুর রহিম, জেলা সমন্বয়ক লাইনুল নাহার, আঞ্চলিক ব্যবস্থাপক নাবিউল ইসলাম ও নুর মোহাম্মদ, ডেপুটি ম্যানেজার (কৃষি) আমিনুল রহমান, রামগঞ্জ শাখা ব্যবস্থাপক করিমন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। 

ব্র্যাকের জেলা সমন্বয়ক লাইনুল নাহার জানান, আলট্রা-পোর গ্রাজুয়েশন কর্মসূচির অধীনে ওই সহযোগিতার নগত অর্থ বিতরণ করা হয়। সদররের ১৫টি ইউনিয়নের কর্মহীন মানুষের তালিকা করে নগদ অর্থ বিতরণ করা হবে।