• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা ভাইরাস: নিউ ইয়র্কে সব স্কুল বন্ধ ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

নিউইয়র্ক সিটির সব স্কুল আগামী সোমবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সিটি মেয়র বিল ডি ব্লাজিও রোববার এ তথ্য জানিয়েছেন।

ব্লাজিও বলেন মোটামুটি বলতে গেলে, এটি খুব উদ্বেগজনক মুহূর্ত। এমন একটি মুহূর্ত যেখানে আমি এই পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে কেবল বিচলিত হয়েছি।

তিনি আরো বলেন, নিউইয়র্ক সিটিতে এখন পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৩২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

মেয়র বলেছেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্কুলে সমাগত অভাবগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাব-অ্যান্ড-গো খাবার’ খোলা থাকবে, তবে এটি কেবল এই সপ্তাহে চলবে।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ২৬১ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৯৯ জনের। প্রাণঘাতী এ ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।