• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

করোনায় আক্রান্ত ফরাসি মিডফিল্ডার পল পগবা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্থবির হয়ে ছিল ক্রীড়াঙ্গন। কয়েক মাসের বিরতি শেষে ফের শুরু হয়েছে ফুটবলের লড়াই। তবে এখন বিদায় নেয়নি করোনা। প্রায়ই এই ভাইরাসে বিভিন্ন ফুটবলারের আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবাও করোনায় আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম এই তথ্য নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত হওয়ায় ২৭ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার এখন ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন। উয়েফা নেশন্স লিগের আগে ফ্রান্স জাতীয় দলের জন্য এটা বড় এক ধাক্কা হয়েই এসেছে।

আগামী ৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এর তিনদিন পরই লেস ব্লুসরা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এই দুটি ম্যাচই মিস করবেন পগবা।

অবশ্য প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে উঠতে পারেন পগবা। ওল্ড ট্রাফোর্ডে আগামী ১৯ সেপ্টেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ ওপেনারে নামবে রেড ডেভিলরা।

১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠলে সেই ম্যাচের আগে পগবার করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় নেগেটিভ এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।