• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে দ্রারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দ্রারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে, কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এর সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী’র মহাপরিচালক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন প্রমুখ।

চার বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে ১৬ হাজার ৫ শতের অধিক হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা উদ্যোগ নেওয়া হয়েছে।