• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে মুজিববর্ষ সড়কের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের টগরাইহাট হতে চায়না বাজার পর্যন্ত প্রায় ১২কিলোমিটার সড়ক মুজিববর্ষ সড়ক হিসেবে নামকরণের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। 

শনিবার দুপুর ২ঘটিকায় ঠাটমারী বধ্যভূমিতে ২০২০টি বৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে এ সড়কের উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট হতে চায়না বাজার সড়কে ২০২০ সালের শুরুতে ২০২০ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজার রহমান, এডিএম জিলুফা সুলতানা, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, রাজারহাট থানা অফিসার ইন চার্জ কৃষ্ণকুমার সরকার, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, এনামুল হক, আবুল কালাম আজাদ, প্রেসক্লাব রাজারহাট সভাপতি সেকেন্দার আলী বাবলু প্রমুখ।