• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে ১৭৭ জনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে বিপাকে পরেছে শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসনের নির্দেশনার পর অধিকাংশ মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। অপরদিকে শ্রমজীবী মানুষ যাদের শ্রম বিক্রি করা ছাড়া কোন উপায় নেই তারা বাধ্যহয়েই রিক্সা বা অটো নিয়ে পথে নেমেছে।

এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত ৫জনসহ মোট ১৩৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৭৭ জন ১৪ দিনের মেয়াদ শেষ করেছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুম সূত্র জানিয়েছে, জেলায় মোট ৫৪০ জন বিদেশ ফেরৎ এসেছে। এদের মধ্যে ৩১৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। করোনা প্রতিরোধে কুড়িগ্রামে ৬৫০ পিপিই বরাদ্দ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।

তিনি আরো জানান, আগে আমরা ৪০০ পেয়েছি। আজ আরো আড়াইশ’সহ মোট ৬৫০ পেয়েছি। যা উপজেলা হাসপাতালগুলোতে শুক্রবার বিতরনের কাজ করা চলছে।

এদিকে জনসাগম রোধ করতে উপজেলাগুলোতেও সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদেরকে নিয়ে যৌথ মোবাইল টিম অভিযান পরিচালনা করছে।ফলে অলিগলিতে মানুষ দেখা গেলেও প্রধান সড়কে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। কাচাবাজার ও ঔষধের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।