• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কৃষি উপকরণের সম্ভাবনা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামে ‘চর কৃষি গ্রন্থ’ ও ‘চরাঞ্চলের  কৃষি উপকরণের সম্ভাবনা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম টিডিএইচ ফাউন্ডেশন হলরুমে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ড: মো: মোস্তাফিজুর রহমান প্রধান। চর ডেভেলপমেন্ট রিসার্স সেন্টার (সিডিআরসি) ও এমফোরসি যৌথ গবেষণার মাধ্যমে প্রকাশনাটি প্রকাশ করে। এতে মানসম্পন্ন কৃষি ও প্রাণি সম্পদের উপকরণ এবং সেবা সম্বলিত উন্নত বাজার ব্যবস্তাপনা সৃষ্টিতে দিক নির্দেশনা পাওয়া যাবে।

সিডিআরসি’র পরিচালক ও এমফোরসি’র প্রকল্প পরিচালক ড: মো: আব্দু রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো: শামস উদ্দিন, এমপোরসি প্রকল্পের টিম লিডার এসএম মাহমুদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি ও প্রাণি সম্পাদ বিভাগের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, চরাঞ্চলের কৃষক, সাংবাদিক ও সেবা প্রদানকারী সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।