• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সম্প্রতি তারা তাদের দশকসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। সেখানে নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

নতুন বছরের প্রথম দিনে নিজেদের ওয়েবসাইটে দশকসেরা একাদশ প্রকাশ করে ক্রিকইনফো। এই একাদশে সব মিলিয়ে ছয় দেশের ক্রিকেটারদের রাখা হয়েছে। তবে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকেই একাদশে আছেন তিনজন করে ক্রিকেটার।

এ একাদশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারতের রোহিত শর্মাকে। তিনে বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার পর ব্যাটিংয়ে নামবেন দক্ষিণ আফ্রিকার ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। 

মিডলঅর্ডারে পাঁচে নামবেন নিউজিল্যান্ডের রস টেইলর। এরপরই দলের অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে রেখেছে ক্রিকইনফো। সাতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

একাদশে এরপর চারজনই বোলার। তারা হলেন যথাক্রমে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

ক্রিকইনফোর দশকসেরা একাদশ

ক্রিকইনফোর দশকসেরা একাদশ

এর আগে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ও ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।