• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের উন্নয়নে কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

ফুলবাড়ীতে টিকসই উন্নয়ন অভিষ্ট প্রেক্ষিত সমতলের ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ও দলিত সম্প্রদায় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় ফুলবাড়ি উপজেলার হলরুমে গ্রাম বিকাশ আলো প্রকল্পে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সারাহ্ মারান্ডী সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলার নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলার মৎস কর্মকর্তা মোছা: মাজনুন নাহার মায়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আক্তারুজ্জামান, উপজেলার আনসার ও ভিডিপি অফিসার মো: মইনুল হক, উপজেলার সমবায় কর্মকর্তা মো: হাফিজুর ইসলাম, উপজেলার সহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য মো: সোহানুর রহমান সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হায়দার, গ্রাম বিকাশ আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: নূরে আলম সিদ্দিকী নিউটন, ফুলবাড়ি উপজেলার ম্যানেজার শাহ মো: সাদিয়া রহমান, সিডিএফ মো: তানজিদুর রহমান, গ্লোরিয়া মুনমুন, মোছা: শাহানা পারভিন, মো: আইনুল ইসলাম, ফুলবাড়ি দলিত- প্লাটফরমের সভাপতি শ্রী অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি মো: আফজাল হোসেন, দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও ফুলবাড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  প্লাবন শুভ। জিবিকে আলো প্রকল্পে ফুলবাড়ি কর্ম এলাকার তিনটি ইউনিয়ন শিবনগর, এলুয়ারি, আলাদিপুর, সূর্যপাড়া নারায়নপুর, গনিপুর, ডাঙ্গাপাড়া, রাঙ্গামাটি ও ফুলবাড়ির সুজাপুর এলাকার দলিত কলোনির নৃতাত্বিক জনগোষ্ঠির শতাধিক ব্যক্তি কর্মশালায় অংশ নেন।

আয়োজনে ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)। সহযোগীতায় ছিলো হেকস্ / ইপার সুইজারল্যান্ড।