• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

গাজা সীমান্তে বিক্ষোভরত জনতার ওপর গুলি চালিয়েছে ইসরাইলি সেনা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

ফিলিস্তিনির গাজা সীমান্তে বিক্ষোভরত জনতার ওপর গুলি চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইলি সেনারা। এতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

১০ই অগাস্ট শনিবার গাজা সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে।

ইসরাইলের সেনাবাহিনীর অজুহাত দেখিয়েছে, ওইসব ফিলিস্তিনি নাগরিকদের হাতে ছিল রাইফেল, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং হাতবোমা। কাজেই তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে।

টুইটারে ইসরাইলের সেনারা বলেছে, এ সময় বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা তাদের অবস্থান লক্ষ্য করে পাথর ও জ্বলন্ত টায়ার নিক্ষেপ করেছে। এছাড়া নিহতদের একজন সীমান্ত অতিক্রম করলে তার দিকে সেনারা গুলি করে। এতে সে নিহত হয়।

তবে এ বিষয়ে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।