• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গড় আয়ু বেড়েছে বাংলাদেশিদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

বাংলাদেশিদের গড় আয়ু বেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনলাইনে ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’ শীর্ষক ২০১৯ সালের প্রতিবেদনটি প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশিদের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ছয় বছর হয়েছে। ২০১৮ সালে এটি ছিল ৭২ দশমিক তিন বছর। পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক এবং বছর এবং নারীর ৭৪ দশমিক দুই বছর হয়েছে। ২০১৮ সালে পুরুষের গড় আয়ু ছিল ৭০ দশমিক আট বছর এবং নারীর ৭৩ দশমিক আট বছর।