• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি আফ্রি সেলিনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

শাহরিয়ার নাজিম জয় এর উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আইয়ের বিশেষ টক-শো '৩০০ সেকেন্ড।' এই টকশোতে যেমন উঠে আসছে সোজা সাপটা কথা। তেমনই ছড়াচ্ছে বিতর্কও। এবার আফ্রি সেলিনা মুখোমুখি হয়েছিলেন জয়ের। খোলামেলা চরিত্রে অভিনয় প্রসঙ্গে দিলেন 'স্ট্রেইট কাট' জবাব।  

বাংলাদেশি ও কলকাতার দর্শকদের রুচিগত পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে সেলিনা আফ্রি বলেন, পার্থক্য তো আছে। কলকাতার দর্শকেরা একটা জিনিস দেখে মন্তব্য করে। কিন্তু বাংলাদেশের দর্শকেরা না দেখেই মন্তব্য করে চলে যায়।

এই দেশের দর্শকদের নিকট থেকে তার প্রাপ্তি নেই উল্লেখ করে বলেন, আমি ২০১৭ তে একটা হিট মিউজিক ভিডিও দিয়ে এলাম। ২০১৮  সেনসেশন (কনডম) এর একটি বিজ্ঞাপন করলাম। এই দেশ থ্যেকে ভাইরাল কিছু কন্টেন্ট পেলাম। অথচ কলকাতা থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে এলাম।  ২০১৯ সালে এয়ারটেলের বিজ্ঞাপন করে তুমুল ব্লকবাস্টার হিট করলাম। এমনকী ২০২০ সালেও ভাষা দিবসের একটা ওভিসি করলাম। মানুষের কাছে গ্রহণযোগ্য হলো। 

প্রত্যেকবার আমিতো মানুষের কাছে নতুনভাবে হাজির হচ্ছি। আমি কাউকে পরোয়া করি না। ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন কি না? প্রস্তাব পেলে কী করবেন এমন প্রশ্ন প্রসঙ্গে আফ্রি সেলিনা বলেন, ক্যারেক্টার অনুযায়ী যতটুকু খোলা যায় ততটুকু খোলা উচিৎ।

ওম্যান্স ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করেছিলেন আফ্রি সেলিনা। ওই বছরেই নাঈম তালুকদারের নির্দেশনায় ওপার বাংলার ইন্দ্রনীলের বিপরীতে 'অন্যপথ' চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করেন। 

গত বছরেরত ১২ জুলাই আফ্রি সেলিনা ব্যবসায়ী হৃদয় খানের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেছেন। দুই পরিবারের সম্মতিতেই তাদের বাগদান সম্পন্ন করেন। এ বছরের মাঝামাঝিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার কথা ছিল।

আফ্রি সেলিনার জন্ম আগ্রায় হলেও মাত্র পাঁচ বছর বয়সে তিনি বাংলাদেশে চলে আসেন। অভিনয়ের দুনিয়ার একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন।