• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঘরে বসেই তৈরি করুন মাস্ক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এই রোগের কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তাই এখন পর্যন্ত ফেস মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত ধোয়াকে উত্তম বলে মনে করা হচ্ছে।

এখন করোনা থেকে নিরাপদ থাকতে অনেকে মাস্ক ব্যবহার করছেন। তবে মাস্ক সাধারণত আমরা কিনে ব্যবহার করি। তবে আপনি চাইলে তা ঘরেই তৈরি করতে পারেন। ভারতে মাস্ক বানিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন আনন্দ মাহিন্দ্রা নামে এক ব্যক্তি।

টুইট করে মাহিন্দ্রা লেখেন– আমার মনে হয়, এর পর আর মাস্ক নিয়ে কোনো সংকট থাকবে না।

তার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী হাতের কাছেই পাওয়া যায় এমন উপকরণ কাজে লাগিয়ে ফেস মাস্ক তৈরি করছেন। টিস্যু পেপার, রাবার ব্যান্ড আর স্টেপলার— এই তিনটি জিনিস দিয়েই তিনি কয়েক মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেললেন ফেস মাস্ক। আনন্দ মাহিন্দ্রার টুইট করা ওই ভিডিও এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।

পোস্টটি শেয়ার করেছেন দু’হাজারেরও বেশি মানুষ। সংকটের মুহূর্তে আনন্দ মাহিন্দ্রার এই টুইট নজর কেড়েছে হাজার হাজার সাধারণ মানুষের।