• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঘুরে আসুন জলঢাকার হরিশচন্দ্রপাঠ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  

জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিমে রাজা হরিশচন্দ্রের নাম অনুসারে হরিশচন্দ্রপাঠের নামকরণ হয়। রাজা হরিশচন্দ্রপাঠ দানবীর হিসেবে পরিচিত ছিলেন। এ অঞ্চলে তাকে নিয়ে অনেক পালাগান, যাত্রাপালা রচিত হয়েছে। কথিত আছে রাজা হরিশ্চন্দ্রের কন্যা অধুনা’র সাথে রাজা গোপী চন্দ্রের বিয়ে হয়। তৎকালীন প্রথা অনুসারে গোপী চন্দ্র দান হিসেবে তার ছোট শ্যালিকা পদুনাকেও পান। এ নিয়েও অনেক গল্প প্রচলিত আছে।  হরিশচন্দ্রপাঠ এলাকায় অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আজও তার স্মৃতি বহন করছে।

জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিমে রাজা হরিশচন্দ্রের নাম অনুসারে হরিশচন্দ্রপাঠের নামকরণ হয়। রাজা হরিশচন্দ্রপাঠ দানবীর হিসেবে পরিচিত ছিলেন। এ অঞ্চলে তাকে নিয়ে অনেক পালাগান, যাত্রাপালা রচিত হয়েছে। কথিত আছে রাজা হরিশ্চন্দ্রের কন্যা অধুনা’র সাথে রাজা গোপী চন্দ্রের বিয়ে হয়। তৎকালীন প্রথা অনুসারে গোপী চন্দ্র দান হিসেবে তার ছোট শ্যালিকা পদুনাকেও পান। এ নিয়েও অনেক গল্প প্রচলিত আছে।  হরিশচন্দ্রপাঠ এলাকায় অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আজও তার স্মৃতি বহন করছে।

কিভাবে যাওয়া যায়:

জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিমে বাস যোগে