• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট ছাড়াই যান চলাচল নিয়ন্ত্রণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থা সময়োপযোগী করার পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)। পাইলট কর্মসূচি হিসেবে নগরীর টাইগারপাস থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত ট্রাফিক সার্জেন্ট ছাড়া শুধু মাত্র ‘সিগন্যাল বাতি’মেনে চলবে যানবাহন এমনটা জানিয়েছেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ।

তিনি জানান, গত মঙ্গলবার থেকে নগরীতে অটো সিগন্যাল ট্রাফিকিং চালু হয়েছে। এরই মধ্যে টাইগারপাস মোড় ও বারিক বিল্ডিং মোড়কে অটো সিগন্যাল করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর গুরুত্বপূর্ণ মোড় বাদামতলীতেও অটো সিগন্যাল চালু হয়েছে।

তিনি আরো জানান, শুক্র ও শনিবার নগরীর চৌমুহনী মোড় অটো সিগন্যাল বাতির আওতায় আসবে। 

সিএমপি’র অতিরিক্ত কমিশনার জানান, চট্টগ্রাম সিটি কপোরেশনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীকে অটো ট্রাফিক পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে সিএমপি। প্রাথমিকভাবে নগরীর টাইগারপাস থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত অটো ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। যানজট নিয়ন্ত্রণে অটো ট্রাফিক ব্যবস্থা কার্যকর ভুমিকা রাখলে পরে নগরীকে অটো ট্রাফিক ব্যবস্থার আওতায় আনা হবে।