• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের রংপুর বিভাগীয় প্রধানকে আটক করেছে র‌্যাব-১৩ (রংপুর ক্যাম্পের সদস্যরা)। মঙ্গলবার রাতে নগরীর জাহাজ কোম্পানি এলাকা থেকে আটক করা হয়। আটক মাহমুদুল হাসান বেলাল নীলফামারীর জলঢাকা উপজেলার তালুক শৌলমারী সরকারপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে জাহাজ কোম্পানি এলাকা প্রতারক চক্রের রংপুর বিভাগের প্রধান মাহমুদুল হাসান বেলালকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল হাসান বেলাল জানান, কয়েকজন সহযোগী নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগে নিজেরাই নিয়োগপত্র তৈরি করে প্রতারণা করে আসছিলেন। চাকরি দেয়ার প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে স্বীকার করেন।