• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

চিলাহাটি থেকে ঢাকা সরাসরি ট্রেনের দাবিতে মানববন্ধন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩০ মে ২০১৯  

চিলাহাটি থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত দিবাকালীন একটি আন্তঃনগর ট্রেন চলাচলের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে নীলফামারীতে।

নীলফামারী রেলস্টেশনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নীলফামারী উন্নয়ন ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক আব্দুল ওয়াহেদ সরকার।

বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান কোকো, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়েই নীলফামারীর সীমান্তবর্তী এলাকা চিলাহাটি থেকে রাজধানী ঢাকার কমলাপুর পর্যন্ত আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে।

কিন্তু রাত্রীকালীন একটি ট্রেন দিয়ে যাত্রীদের চাহিদা মোকাবেলা করা যাচ্ছে না। তার উপর একটি ট্রেনে নীলফামারীর মানুষদের জন্য আসন সংখ্যাও অপ্রতুল।

সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ মনে করে। এজন্য দিবাকালীন একটি ট্রেন জরুরী হয়ে পড়েছে।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনা রেলের অভুতপুর্ব উন্নয়ন করেছেন। যার সুফল আমরা ভোগ করছি। নীলসাগর ট্রেন এটিও তার অবদান।

নীলফামারী থেকে দিবাকালীন এবং বিরতিহীন ট্রেন প্রয়োজনীয়তা এখন অতীব জরুরি। এনিয়ে সরকারের উচ্চ মহলে এবং রেলমন্ত্রীর সাথে আলোচনা করে আমাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।