• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ছয় মাস পর চীনে ফুটবল ফিরছে শনিবার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০  

বিপুল সংখ্যক করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আগামী শনিবার থেকে পরিকল্পনা অনুযায়ী শুরু হচ্ছে এবারের চাইনিজ সুপার লিগ (সিএসএল)। সর্বমোট ১৮৭০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে এই পরীক্ষা পরিচালনা করা হয়। তবে এই পরীক্ষায় কোন পজিটিভ কেস ধরা পড়েনি। 

সিএসএল জানিয়েছে দেরীতে শুরু হওয়া মৌসুমে প্রতি সপ্তাহে একবার করে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে  লিগের ১৬টি দল অংশ নেবে। এদের মধ্যে একটি গ্রুপ উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ডালিয়ান ও অপরটি সাংহাইয়ের নিকটবর্তী সুজোতে খেলবে। 

করোনাভাইরাস থেকে সকলকে নিরাপদ রাখার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি স্বাগতিক শহরের একটি হোটেলে সব খেলোয়াড়, স্টাফ ও অফিসিয়ালদের রাখা হবে। দুই মাসের মধ্যে তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না।

করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগে গত ফেব্রুয়ারিতে চাইনিজ সুপার লিগের মৌসুম শুরু হবার কথা ছিল। ডালিয়ানে ফ্যাবিও ক্যানাভারোর বর্তমান চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্রান্ডে বনাম এফএ কাপ বিজয়ী সাংহাই শিনহুয়ার মধ্যকার ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু হচ্ছে। 

শনিবার দিনের আরেক ম্যাচে উহান জাল খেলবে নতুন উন্নীত ক্লাব কিংডাও হুয়ানগাইয়ের বিপক্ষে। প্রতিটি ম্যাচই দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।