• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জলঢাকা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

চার কোটি ৯৭ লাখ ৮ হাজার ৫৮৪ টাকা ব্যয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের ৭ তলা প্রশাসনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মেজর অবঃ রানা মোহাম্মদ সোহেল। 

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ প্রমুখ। 

উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ জানান, ৪ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৫৮৪ টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এই ৭ তলা ভবন নির্মাণ কাজ বাস্তাবায়ন করছে। প্রথমে ৪ তলা ভবন নির্মিত হবে। 

তিনি আরো বলেন- বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, দিয়ে গেছেন পরিচয় দেয়ার সুযোগ। পিতার সেই আদর্শকে বুকে লালন করে বর্তমানে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে যেমন বাঙালি জাঁতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলছে, তেমনি ভাবে করোনাকালেও বাংলাদেশের উন্নয়ন সাধিত হচ্ছে।