• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় গরু ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

নীলফামারীর জলঢাকা উপজেলার এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই করে পালিয়েছে একদল ছিনতাইকারী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে উপজেলার তেল পাম্প গরুহাটি চত্বরে।

জানা যায়, ঘটনার দিন উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে জাহিনুর রহমান(৪৫) দুইটি গরু ৯৫ হাজার টাকায় বিক্রি করে। এ সময় বেশ কিছু ছিনতাইকারী গরুহাটের ভেতর কৌশলে ধাক্কাধাক্কি নিয়ে ওই গরু ব্যবসায়ীর সঙ্গে বচসায় লিপ্ত হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ছিনতাইকারীরা ওই গরু ব্যবসায়ীকে কিল-ঘুষির মারতে মারতে তার গরু বিক্রির টাকা সহ একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

আহত গরু ব্যবসায়ীকে ভর্তি করা হয় উপজেলা হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে শরিফুল ইসলাম কোবরা(৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার কদমতলী এলাকার রশিদুল ইসলামের ছেলে। 

জলঢাকার থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানার এস.আই রফিক ও সঙ্গীয় ফোর্স এক ছিনতাইকারীকে আটক করে। অন্যান্য ছিনতাইকারীদের আটক করার চেস্টা করা হচ্ছে।