• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জলঢাকায় বঙ্গবন্ধু ম্যুরালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর জলঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল সংরক্ষণের জন্য অবশিষ্ট জায়গা অবশেষে দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে। ৩ ডিসেম্বর,২০১৮ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জায়গাটি দখলমুক্ত করতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলা।

স্থানীয়রা জানায়, সম্প্রতি মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারের জন্য জলঢাকা ট্রাফিক মোড়ে নৌকার উপর তৈরি করা হয় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ম্যূরাল। সেই থেকে স্থানটির নামও পরিবর্তন হয়ে এখন পরিচিতি লাভ করেছে বঙ্গবন্ধু চত্বর। ম্যুরালটি তৈরির পর হতে সৌন্দর্য বর্ধনের অবশিষ্ট জায়গাটির চারিদিকে কিছু সুযোগ সন্ধানী দখলে নিয়ে রাতারাতি বিভিন্ন ব্যবসা চালু করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সাংবাদিকরা অবগত করলে তা মুক্ত করেন উপজেলা প্রশাসন।

ম্যুরালটির জায়গা দখলদারদের হাত হতে উদ্ধারের বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক আসাদুজ্জামান স্টালিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারের জন্য তৈরি এই বঙ্গবন্ধু ম্যুরাল। অরক্ষিত হওয়ায় রাতের আঁধারে, লাগানো কটি টাইলস কারা যেন তুলে ফেলেছে। ম্যুরালটি সংরক্ষণে সার্বক্ষণিক একজন পাহাড়াদারসহ প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন।

জাসদ সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম খান মিতু বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত আমাদের চেতনা বঙ্গবন্ধু ম্যুরালের জায়গাটি এক শ্রেণির দখলদাররা দখলে নিয়েছিল। জায়গাটি উদ্ধার হওয়ায় আমি কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসনকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলা বলেন, বঙ্গবন্ধু ম্যুরালের জন্য সংরক্ষিত নির্ধারিত জায়গা কেউ দখল করতে পারবে না। আমরা এটা হতেও দিব না।