• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জ্বালানী তেল আমদানিতে ঋণ নেবে বিপিসি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

জ্বালানী তেল আমদানির জন্য ঋণ নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এর মধ্যে ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশন থেকে ৩০ কোটি ডলার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) থেকে ১০ কোটি ডলার ঋণ নেয়া সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ঋণের জন্য আইটিএফসির ওপর নির্ভরতা কমাতে বিপিসি এসসিবি’র কাছ থেকে অর্থ ঋণ নেবে। ঋণ নিতে নেয়ার জন্য এরইমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মতি নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিপিসি। 

জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত জ্বালানী মন্ত্রণালয়ের প্রস্তাব থেকে জানা যায়, এ ঋণের সময় সীমা হবে ঋণ বিতরণের তারিখ থেকে ছয় মাস বা ১৮০ দিন এবং সুদের হার বার্ষিক ৩.১৬ শতাংশ।

লেটার অফ ক্রেডিট (এলসি) জারি করার ফি নির্ধারণ করা হয়েছে ০.১০ শতাংশ। বিপিসির চেয়ারম্যান মো. শামসুর রহমান স্বাক্ষরিত বিপিসির প্রস্তাবে বলা হয়েছে, আইটিএফসির ওপর নির্ভরতা কমাতে কর্পোরেশন এসসিবি থেকে অর্থ ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।