• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

টিকা পেতে ৫ দেশের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার- স্বাস্থ্যমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পথে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় থাকা বিশ্বের নয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এই টিকাগুলো থেকে সঠিক টিকা, সঠিক সময়ে পেতে চাই আমরা।

বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন, ও উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছে। ৯টি প্রতিষ্ঠানের তৈরি সম্ভাব্য প্রতিষেধক বর্তমানে মানবদেহে পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে সরকার সব সময় যোগাযোগ রাখছে।
 
তিনি আরো বলেন, বিশ্বের কোনো দেশে করোনার প্রতিষেধক প্রয়োগ শুরু হলে বাংলাদেশ বসে থাকবে না। বাংলাদেশ সঠিক সময়ে সঠিক টিকা পেতে চায়। এর জন্য আর্থিক ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করে রাখতে সকল ধরনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে দাবি করে তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় করোনা আক্রান্ত বিবেচনায় বাংলাদেশের মৃত্যুহার অনেক কম। দেশে যদি ইউরোপ-আমেরিকার মতো সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়, সেটি মোকাবেলা করতেও স্বাস্থ্যখাত প্রস্তুত রয়েছে।