• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছে বন্ধু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২০  

কোভিড-১৯’র মহামারিতে আর্থিকভাবে অস্বচ্ছল ট্রান্সজেন্ডার ও হিজড়াকে ঈদের বাজার করে দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। ইকো কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় শনিবার (২৩ মে) রাজধানীর কাকরাইল, মগবাজার, শ্যামপুর, সিদ্ধিরগঞ্জ ও ধামরাইয়ে বসবাসরত ২৮০ জন ট্রান্সজেন্ডার ও হিজড়াকে এই ঈদ সামগ্রী প্রদান করা হয়। ঈদ সামগ্রীর প্যাকেজে ছিলো- ৫ কেজি চাল, ১ কেজি পোলাওয়ের চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি দুধ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি তেল।

দীর্ঘদিন উপার্জনহীন থাকা এই ট্রান্সজেন্ডার ও হিজড়ারা যেনো আর সবার মতো স্বাভাবিকভাবে সানন্দে ঈদ করতে পারে সেই উদ্যোগ নিয়েছে বন্ধু। করোনার এই সময়ে এখন পর্যন্ত ৮০৪ জন হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীকে ত্রান দিয়েছে বন্ধু। 

এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় আরো দেড় হাজার জনের ত্রাণের ব্যবস্থা করেছে তারা। বন্ধু তার সহযোগী সংস্থাগুলোর সহায়তায় সারা দেশে সাড়ে ৩ হাজার ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা করে, ৭ সদস্যে স্বতন্ত্র টাস্কফোর্সের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ঈদের পরে আরো ১৫০০ হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীকে ত্রাণ দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে বন্ধু। দুই দশকের বেশি সময় ধরে হিজড়া ও লৈঙ্গক বৈচিত্রময় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সংস্থাটি। দেশের এই সংকটকালীন সময়ে যে কোনো উপায়ে এই জনগোষ্ঠীর পাশে থাকে পরিস্থিতি মোকাবেলে করবে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।