• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁও মুক্ত দিবসে মোমবাতি প্রজ্জ্বলন: ফুল দিয়ে শ্রদ্ধা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। দিনটি পালনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি ঠাকুরগাঁও জেলা সংসদ ও মুক্তিযোদ্ধা জেলা সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উদীচী শিল্পীগোষ্ঠি জেলা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভ অপরাজেয় ৭১-এ মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করে। এরপর ৪৯ বার তোপধ্বনীর দেওয়া হয় এবং পরে শহীদদের স্মরণে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ উপলক্ষে সভায় বক্তারা ধর্মের নামে সন্ত্রাসবাদ ও মৌলবাদের উত্থান বন্ধে সরকারকে আরো কঠোর হস্তে দমনের দাবি জানান। বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম।

এদিকে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন কর্মসুচি পালন করে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশুদত্ত টিটোসহ অন্যান্যরা।