• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে তিনজন করোনায় আক্রান্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

ঠাকুরগাঁয়ে তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।

তিনি জানান- ঠাকুরগাঁও জেলার হরিপুর জেলায় দুইজন, পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স আঠারো, বাকি দুজনের বয়স ২২ বছর। 

সিভিল সার্জন জানান- আমাদের জেলার মধ্যে দুটি উপজেলায় আমরা আজ তিনজনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছি। এখন পর্যন্ত আমার ৮৮ জনের স্যাম্পল কালেকশন রংপুরে পাঠিয়েছি। এর মধ্যে আজ আমাদের তথ্য দেয়া হয়েছে তিনজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত। ইতোমধ্যে তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। 

তিনি আরো জানান- আক্রান্ত এই তিনজনের মধ্যে শুধুমাত্র সর্দি-কাশি ছিল। যেহুতু তারা নারায়ণগঞ্জ থেকে এসেছে তাদের আলাদা করে রাখা হয়েছিল। এরপর তাদের নমুনা রংপুরে পাঠানো হলে আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে ওই দুই গ্রাম লকডাউন দেয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার এবং কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন তিনি।