• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ইভটিজিং, মাদক ও জঙ্গিবিরোধী নবীন ও প্রবীণ মেলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি, জঙ্গিবাদ, ধর্ষণ ও এসিড সন্ত্রাস বিরোধী নবীন ও প্রবীণ মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। 

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিও’র সিনিয়র কো অর্ডিনেটর শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা সহকারী শিক্ষা অফিসার রওশন আরা বেগম, গেষ্ট অব অনার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, ইএসডিও’র প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। 

মেলায় মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের দাদা, দাদী, নানা, নানীগণ উপস্থিত ছিলেন। সেখানে হাড়ি ভাঙ্গা, আগের দিনের গল্প বলা ও দেশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।