• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ডিজনি সিনেমার পেছনের গল্প

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

বর্তমান যুগে ডিজনি চলচ্চিত্রের ভিন্ন গ্রহণযোগড়্যতা রয়েছে। বেশিরভাগ শিশুদের সময় কাটে রুপকথার এসব ডিজনি চরিত্রের নানা কর্মকান্ড দেখে।।এসব ডিজনি চলচ্চিত্রের কাহিনী শিশুসহ কিশোর এমনকি তরুণদেরও মনোযোগ আকৃষ্ট করে থাকে।ডিজনির চলচ্চিত্র বর্তমান বিনোদনে প্রায় সর্বোচ্চ স্তরে রয়েছে।ডিজনি চলচ্চিত্রের এমন কিছু চরিত্র রয়েছে যেগুলো জগতজুড়ে বিখ্যাত। আজকে আমরা এমনই কিছু চরিত্রের পেছনের গল্প জেনে নিন-

বিখ্যাত চরিত্র মিকিমাউসের নাম মর্টমায়ার!

 

1.ডিজনি সিনেমার পেছনের গল্প

ডিজনির প্রতিষ্ঠাতা ওয়ালট ডিজনি যখন তার প্রথম ব্যবসাসফল চরিত্রটির নাম মর্টমায়ার রাখতে চেয়েছিলেন তার স্ত্রী লিলিয়নের নামটি মোটেও পছন্দ হচ্ছিলো না।লিলিয়ান বলেছিলেন নামটি মোটেও চরিত্রের সঙ্গে মানানসই হচ্ছেনা। ওয়াল্ট পরবর্তীতে বেশ ভাবনা-চিন্তার পর চরিত্রটির নামকরণ করলেন মিকিমাউস এবং বাকি ইতিহাসটা সবার পরিচিত।ঘটনাক্রমে ১৯৩৬ সাল থেকে মিকিমাউসের ছাপা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভার্সনগুলোতে মার্টমায়ার মাউসকেও নিয়ে আসা হয়।

মাত্র দুই রাজকন্যার অতিমানবীয় ক্ষমতা রয়েছে

 

2.ডিজনি সিনেমার পেছনের গল্প

ম্যাজিকের মতো রূপকথাকে ঘিরেই সাজানো হয় ডিজনি মুভি গুলোর প্লটগুলো। কিন্তু এসব রূপকথার গল্পগুলোর মধ্যে যেসব রাজকন্যাদের দেখা যায় তাদের মধ্যে অতিমানবীয় ক্ষমতা খুব কম ই থাকে। সত্যি বলতে রেপাঞ্জেল এবং ফ্রোজেন চলচ্চিত্রের এলসা এ দু’জন বাদে ডিজনির অন্য কোনো প্রধান চরিত্রের অতিমানবীয় ক্ষমতা ছিলো না।

ডিজনি চলচ্চিত্রে জ্যাকি চ্যান

 

3.ডিজনি সিনেমার পেছনের গল্প

বিউটি এন্ড দ্য বিস্ট চলচ্চিত্রটিকে যখন চায়নিজ ভাষায় ডাবিং করা হয় জ্যাকি চ্যান তখন চলচ্চিত্রটিতে বিস্টের কণ্ঠ দিয়েছিলেন। একই ব্যাপার ঘটেছিলো মুলান চলচ্চিত্রের ক্ষেত্রেও। এই চলচ্চিত্রটির চায়নিজ ভারসনেও জ্যাকি চ্যান ক্যাপ্টেন লি স্যাং এর কণ্ঠ দিয়েছিলেন। দু’টি চলচ্চিত্রের হয়ে গানও গেয়েছিলেন তিনি।

ম্যালিফিসেন্ট  সিনডেরেলার মিল

 

4.ডিজনি সিনেমার পেছনের গল্প

বিখ্যাত সিনডেরেলা চলচ্চিত্রের প্রধান চরিত্র সিনডেরেলার দজ্জাল সৎ মা লেডি ট্রেমাইনের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অভিনেত্রী এলিনর অডলী। অন্যদিকে স্লিপিং বিউটি সিনেমার বিখ্যাত ভিলেন ম্যালিফিসেন্ট চরিত্রের কণ্ঠ ও দিয়েছিলেন তিনি।