• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ডিমলায় সেচ্ছায় রাস্তাঘাট লকডাউন করে দিচ্ছে স্থানীয়রা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাসের পাদুর্ভাব রোধে উপজেলা ছাত্রলীগ ও স্থানীয়রা ব্যক্তিগত উদ্দোগে উপজেলা সদর ও বাইপাস সড়কগুলি বাঁশ দিয়ে লকডাউন করে দিয়েছে।

শনিবার সকালে এলাকার মানুষের নিরাপত্তার কথা ভেবে জরুরী সেবা ব্যাতিত বহিরাগত মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীরা। ডিমলা উপজেলা সদরের প্রবেশ দ্বারের মূল সড়কগুলি বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে। উপজেলার টিএন্ডটি রোডের ডোমার-ডিমলা সড়ক, বালিকা বিদ্যালয় সড়ক, পাথরখুড়া সড়ক, সরদারহাট হতে নাউতারা সড়ক, ডিমলা সদর থেকে টুনিরহাট, কলোনী, ঠাকুরগঞ্জ,বালাপাড়া সড়কসহ উপজেলা সদরের অলি গলির সড়কগুলো করোনা ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা নিতে এই উদ্যোগ গ্রহন করেছেন স্থানীয় বাসিন্দাসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার বলেন, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলছে। জরুরী সেবা ব্যাতিত বহিরাগতরা এলাকায় প্রবেশ করে যেন করোনা ভাইরাস ছড়াতে না পারে এবং ডিমলা উপজেলার মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। করোনা ভাইরাস শিথিল না হওয়া পয্যন্ত এই সড়কগুলি লক ডাউন থাকবে।