• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০  

নীলফামারীর ডোমার উপজেলায় সরকারের কৃষি প্রণোদনার আওতায় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড় টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক প্রমুখ।

সার ও বীজ পেয়ে প্রান্তিক কৃষক আমিনুল ইসলাম বলেন- করোনায় এর আগেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি। আজ বিনামূল্যে ভালো এবং উন্নতমানের বীজ পেয়েছি, সাথে সারও দিয়েছে আমাদের। এমন সহযোগিতা আমাদের মতো দরিদ্র ও প্রান্তিক কৃষকের জন্য পাওয়া সত্যিই ভাগ্যের। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান জানান, প্রতিজন কৃষককে এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি করে মাষকলাই, ৫ কেজি পটাশ, ১৫ কেজি ডিএপি সার বিনামূল্যে প্রদান করা হয়।