• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডোমারে ঝুপড়ির আগুনে পুড়ে ভিক্ষুকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

নীলফামারীর ডোমারে মশার কয়েল থেকে ঝুপড়ি ঘরে আগুন লেগে ৬৫ বছর বয়সী এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।সোমবার গভীর রাতে ডোমার প্রেস ক্লাব সংলগ্ন রেললাইনের ধারে এ ঘটনা ঘটে। মৃতের নাম জবেদা খাতুন।

পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, বৃদ্ধা জবেদা রেললাইনের ধারে একটি ঝুপড়ি ঘর বানিয়ে ১৫ বছর ধরে থাকছিলেন। তিনি আশপাশের এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহাজান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঝুপড়ির ভেতরে পুড়ে লাশ হন বৃদ্ধা ভিক্ষুক। মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।