• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ডোমারে প্রধানমন্ত্রীর উপহার পেল ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৯ জন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

নীলফামারীর জেলার ডোমার উপজেলায় নন এমপিও দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসা এবং কারিগড়ি ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১২ লক্ষ ৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলা পরিষদ কার্যালয়ে নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চেক বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম।

 উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ।

এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম জানান, উপজেলার ৩৮টি প্রতিষ্ঠানের ২০৩ জন শিক্ষককের  প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ লক্ষ ১৫ হাজার টাকা ও ৭৬ জন কর্মচারীর প্রত্যেককে আড়াই হাজার টাকা করে এক লক্ষ ৯০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।