• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দশ দফা দাবী আদায়ে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

সব উপজেলায় ১০০দিনের কর্মসৃজন কর্মসুচী চালুকরণসহ দশ দফা দাবী বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি নীলফামারী জেলা শাখা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন সমিতির নেতারা। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসান। 

এর আগে শহরের কালিবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গি মোড়ে মানববন্ধর ও সমবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্ষেত মজুর সমিতির নীলফামারীর সভাপতি শ্রীদাম দাস। বক্তব্য দেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সিপিবি জেলা কমিটির সদস্য নুরুজ্জামান জোয়ার্দার, কৃষক নেতা উদাস রায়, মাহবুব ইসলাম বক্তব্য দেন।