• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দাঁতের ব্যথা কমাবে আকন্দ গাছের কষ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

আকন্দ এক প্রকারের ওষুধি গাছ। এর ছাল, পাতা, ফুল ও কষ সবই ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন রাস্তার ধারে এরা যত্ন ছাড়াই বেড়ে ওঠে।  কাঁঠাল পাতার মতই বড় বড় পাতার মাঝে আকন্দ গাছে ফুটে থাকে বেগুনি ফুল। তবে এর গুণাগুণ বা উপকারিতা অনেক। চলুন তবে জেনে নেয়া যাক উপকারিতা সম্পর্কে-     

> আকন্দের কষ তুলায় ভিজিয়ে দাঁতের গোড়ায় লাগালে ব্যথা কমে যায় মুহূর্তেই!

> আকন্দ পাতার উপর সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটে ছেঁক দিলে পেটে ব্যথা ও জ্বালাপোড়া বন্ধ হয়।

> ফোলাজনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায়।

> দুই গ্রাম পরিমাণ শুকনো আকন্দ মূল গুঁড়া করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায়। 

> আকন্দের আঁঠার সঙ্গে চারগুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাচড়ায় মাখলে তা ভালো হয়ে যায়।

> বিছে কামড়ালে জ্বালা-পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করা হয়ে থাকে।

> শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটিতে আকন্দ পাতা সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে দিতে হয়। এতে পুঁজ হয় না।

> পা মচকে গেলে প্রচণ্ড ব্যথায় এই আকন্দ পাতা দিয়ে গরম ছেঁক দিলে ব্যথা উপশম হয়।

> শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটিতে আকন্দ পাতা সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে দিতে হয়। এতে পুঁজ হয় না।