• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দিনাজপুর সদরের উথরাইল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন সম্পন্ন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে মোঃ আতাবুর সরকার আতা (টিউবওয়েল মার্কা) নির্বাচিত হয়েছেন। 

১৪ অক্টোবর সোমবার দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে মোঃ আতাবুর সরকার আতা (টিউবওয়েল মার্কা) ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আব্দুল মালেক চৌধুরী (মোড়গ মার্কা) পেয়েছে ৫৮৪ ভোট। 

নির্বাচন প্রিজাইডিং অফিসার যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আব্দুর রহমান জানান, ৭নং উথরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে পুরুষ ভোটার ৮৯০ ও মহিলা ভোটার ৮৯০ মোট ১৭৮০ জন ভোটারের মধ্যে ১৩১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১৪টি ভোট বাতিল করা হয়েছে। এর মধ্যে মেম্বার পদে মোঃ আতাবুর সরকার আতা (টিউবওয়েল মার্কা) ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আব্দুল মালেক চৌধুরী (মোড়গ মার্কা) পেয়েছে ৫৮৪ ভোট।

উল্লেখ্য ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার ছেড়ে দেওয়া আসনে ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনিছুর রহমান উথরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপ-নির্বাচন মালিগ্রাম আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।