• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে গৃহায়ণের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

দিনাজপুর ৭ নম্বর উপ-শহরের তিন শতাধিক বাড়িসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই গৃহায়ণ কর্তৃপক্ষের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দিনাজপুরের ১ থেকে ১০ নম্বর উপ-শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুইদিন ধরে পরিচালনা করা হবে।

সূত্র বলছে, ৭ নম্বর উপ-শহরের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসের আশপাশে জায়গা দখল করে দুলাল কাউন্সিলর ডেইরি ফার্ম তৈরি করে ও কাঁচাপাকা ঘর তৈরি করে এক শ্রেণীর মানুষ বসবাস শুরু করেন।

উচ্ছেদকৃত এক বাসিন্দা জানান, আমরা গরিব মানুষ। আমাদের থাকার কোনো জায়গা না থাকায় সরকারি জায়গায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলাম। কিন্তু আজ আমাদের উচ্ছেদ করে দিলো, এখন কোথায় থাকব।

দিনাজপুর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নিবার্হী প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদল্লাহ এবং তাজিমুর রহমানের নেতৃত্বে জাতীয় গৃহায়ণের দখলকৃত জমি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরো জানান, উচ্ছেদ পরিচালনার আগে মাইকিং ও নোটিশ দেয়া হয়েছে। গৃহায়ণের জমি উদ্ধারের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এই অভিযান চলমান থাকবে।