• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

দিনাজপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উক্ত মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। 

জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেলা পরিচালনা কমিটির আহবায়ক বুনু বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক প্রধান। এছাড়াও প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক আকরাম হোসেনের পরিচালনায় সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী রিনা সুলতানা, চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মঞ্জু, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার নির্মল চন্দ্র রায়, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  আব্দুল হামিদ, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম প্রমুখ।

বক্তব্যপর্ব শেষে মেলায় অংশগ্রহণকারী সেরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এর আগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত সকলকেই মুগ্ধ করে তোলে। 

প্রসঙ্গত, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলাটি ১৯ নভেম্বর হতে ২১ নভেম্বর প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।