• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দিনাজপুরে বাস চলাচলে বাধা, সংঘর্ষে আহত ৭

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

দিনাজপুরে বিআরটিসি শ্রমিকদের সঙ্গে শ্রমিক ইউনিয়নের সদস্যের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এতে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার বিকেলে জেলার মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে এ ঘটনা ঘটে।

দিনাজপুর মির্জাপুর বিআরটিসি ডিপো ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে সূচি অনুযায়ী বিআরটিসি বাস যাত্রী নিয়ে চলাচল করছে। বিকেল ৪ টায় রংপুরের উদ্দ্যেশ্যে যাত্রী ভর্তি একটি দোতলা বাস বের হওয়ার প্রস্তুতি নেয়। এ সময় দিনাজপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিআরটিসির ডিপোর গেটের সামনে অর্তকিত হামলা করে দুই নিরাপত্তাকর্মী ও তিন বিআরটিসি বাসের সুপারভাইজারকে মারধর করে আহত করে।

তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব আসলে পরিস্থিতি শান্ত হয়। এখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বিআরটিসি বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, বিআরটিসির ডিপোর সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করি, বিষয়টি সমাধান হবে।