• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

তিনটি টি-২০ ও দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দিল্লিতে পৌঁছেছে। বুধবার রাত ৮ টার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি দিল্লিতে পৌঁছায়।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে পৌঁছে টিম বাংলাদেশ আইসিটি মউরিয়া হোটেলে উঠেছে।

এবারের সফর নিয়ে অনেক আশা-প্রত্যাশা সমর্থকদের। অবশ্য গত কিছুদিনের ঘটনায় আনন্দের বদলে উল্টো বিষাদের সুর দেশের ক্রিকেট আকাশে। সবচেয়ে বড় আঘাত এসেছে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায়। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগারদের চোখেমুখে ছিল বিষাদের ছাপ।

এদিকে স্ত্রী সন্তানপ্রসবা হওয়ায় তামিম ইকবালের ছুটি ও মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় দ্বিতীয়বার টি-টোয়েন্টি দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের। সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি।

৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৭ নভেম্বর রাজকোটে ও ১০ নভেম্বরে নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। এরপর ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। আর কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু  ২২ নভেম্বর।