• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দুস্থদের জন্য সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২০  

করোনা ভাইরাস মহামারির বিশেষ পরিস্থিতিতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমধর্মী উদ্যোগে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার দেয়া হয়েছে। এক মিনিটের ঈদ বাজারটি অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি স্টেডিয়ামে।

রোববার (২৪ মে) সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে দুস্থ, হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ বাজারের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।

এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারগুলো পেয়েছে ঈদের নতুন কাপড়, সেমাই, চিনি, চালসহ বিভিন্ন প্রকারের সবজি। সামাজিক দূরত্ব নিশ্চিত করে এক মিনিটের ঈদ বাজারে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্ণেল মো. জাহেদুল ইসলাম পিএসসি, জিটুআই মেজর মো. সালাউদ্দিন প্রমূখ।