• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছিঃ মন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে  নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমান স্বাস্থ্যখাতকে পরিবর্তন করতে হবে। এ জন্য চিকিৎসক- নার্সসহ সবার সহযোগিতা চাই। আমরা  দেশের মানুষের সেবা করতে চাই। এজন্য এ খাতের সিস্টেম বদলাতে হবে। আমাদের সিস্টেমের অভাব আছে, ট্রেনিংয়ের অভাব আছে। সব কিছু নিয়ম মাফিক করতে চাই। নিয়ম মাফিক দায়িত্ব নিয়ে কাজ করলে স্বাস্থ্যখাতে কাঙ্খিত উন্নতি করা সম্ভব।

মন্ত্রী রোববার সন্ধ্যায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন রাহাত, ডা. আব্দুল কাদের, ডা. শেখ আব্দুল ফাত্তাহ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. সুশান্ত কুমার সরকার প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য সেবার মান উয়ন্ননের জন্য আমরা গত ছয় মাসে চার হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছি। আগামীতে আরো সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ বন্ধ রয়েছে। আমরা শিগগির নিয়োগ প্রক্রিয়া শুরু করব। 

মন্ত্রী হাসপাতালের আইসিইউ, সিসিইউ ইউনিট পরিদর্শন করেন এবং হাসপাতালের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।