• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

না ফেরার দেশে সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত পরিচালক আজমির বাবু।

জানা গেছে, দীর্ঘ দিন থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার সন্ধ্যায় হঠাৎ করে বুকের ব্যথা বেড়ে যাওয়ায় বারডেম হাসপাতালে নেয়া হয় তাকে। 

চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে তার। পরে রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেছেন।

বাসুদেব ঘোষের মরদেহ রাতেই তার জন্মস্থান চট্টগ্রাম বোয়ালখালির কানুনগো পাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার।

তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও, তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, আমি খুঁজে বেড়াই আমার মা, এই করে কেটে গেল ১২টি বছর, ঢোল, দেহ মাদলসহ অসংখ্য গানের সুরস্রষ্টা বাসুদেব ঘোষ। 

বিশেষ করে শাশ্বত ধারার বাংলা গানের সংগীত পরিচালক হিসেবে তার বেশ সুনাম রয়েছে। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিশিষ্ট এ সুরস্রষ্টা ১০০০টি দেশাত্মবোধক গান নিয়ে একটি অ্যালবামের কাজ করছিলেন। এর নাম রেখেছিলেণ ‘সূর্যালোকে শানিত প্রাণের গান’। শোনা যায় প্রায় সাড়ে ৯শ গানের কাজ শেষ হয়েছিলো। শিগগিরই তাই এই কাজটি এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ডের দফতরে জমা দেবে বলে জানিয়েছিলেন বাসুদেব। এই কাজ অসামাপ্ত রেখেই চলে গেলেন তিনি।