• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নানককে দেখতে হাসপাতালে কাদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দেখেতে ল্যাবএইড হাসপাতালে‌ এসেছেন দলের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের নানকের চিকিৎসার খোঁজখবর নেন। পাশে কিছু সময় কাটিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী মোহাম্মদ বিপ্লব ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০ টায় হঠাৎ বুকে ব্যথা হলে তাকে রাজধানী ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে তার হার্টে দুইটি ব্লক ধরা পড়ে। এক‌টি ব্লক ৯০ ভাগ অপর‌টি ৫০ ভাগ। তৎক্ষণাৎ ডাক্তারা রিং পরা‌নোর‌ সিদ্ধান্ত নেন। পরে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে রিং বসানো হয়। তাকে ২৪ ঘণ্টা অবজারভেশনে সিসিইউতে-১ রাখা হয়েছে।

নানকের একান্ত সহকারী বলেন, তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব উল আলম হানিফ,  আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজমসহ আত্মীয় স্বজন,কেন্দ্রীয় কমিটির সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা মিহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, এছাড়া জাহাঙ্গীর কবির নানকে দেখার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠ‌নের নেতাকর্মীরা হাসপাতা‌লে ভিড় জমান।