• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ‘লন্ডন চক্রান্তের ফসল’: হানিফ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

নির্বাচনকে কেন্দ্র করে দেশের ভেতর সহিংসতা ‘লন্ডন চক্রান্তের ফসল’ বলে মন্তব্যে করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপির আচরণ ২০১৪ সালের মতই। লন্ডন থেকে তারেক রহমান নির্বাচনকে বানচাল করার জন্য গুপ্ত হত্যা ও নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে, বলেন তিনি।

রোববার সকালে বিজয় দিবসে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রতীক বরাদ্দের প্রথম দিনেই দুজন যুবলীগ নেতা প্রাণ হারায়। এর মধ্যে দিয়ে দৃশ্যমান হচ্ছে লন্ডনে বসে তারেক রহমানের নির্বাচনকেন্দ্রীক হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নের পথে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক- উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।