• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নীলফামারী জেলা ছাত্রলীগের ১৮ হাজার বৃক্ষরোপণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি চারা গাছ রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলায় ১৮ হাজার চারা গাছ রোপণ করছে জেলা ছাত্রলীগ। রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকারের নেতৃত্বে সদরের পলশাবাড়িতে নীলফামারী মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির দুইশত চারা গাছ রোপণ করে সংগঠনটি। 

নীলফামারী সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাস চত্বরে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

এসময় নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রবিউল ইসলাম শাহ্, জেলা স্বাচিবের সাধারণ সম্পাদক মুজিবুল হাসান চৌধুরী শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পলাশবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তিপদ রায়, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার জানান, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত অর্থায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়ক ও মহসড়কে ১৮ হাজার গাছের চারা রোপণের উদ্যো নিয়েছে জেলা ছাত্রলীগ। তারই ধারবাহিকতায় চড়াই খোলা স্কুল এন্ড কলেজ চত্বরে ৫০টি ও নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস চত্বরে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ এবং শতাধিক ফুলের চারা রোপণ করা হয়। মাসব্যাপী এই কর্মসূচিতে পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা গাছ রোপণ করা হবে।